বগা লোহালিয়া নদী ও লঞ্চঘাট এখানে দৈনিক হাজার হাজার লোকজন যাতায়াত করে। এ নদী বিশাল প্রতিদিন ৫-৬ টা লঞ্চ আসে ঢাকার উদ্দেশ্যে। এছাড়াও জেলা, বিভাগ সহ অন্যান্য জায়গায় যাওয়ার জন্য এলঞ্চঘাট মানুষ আসে। অনেকে বিকেলে নৈকা ত্রমনে বেড় হয় নদী দেখতে।এই লঞ্চঘাটের পাশে রয়েছে একটি পুরনো রাজ বাড়ি এবং অনেক আগের বাউফল উপজেলার সবচেয়ে বড় গোডাউন এগুলোও দেখতে লোকজন আসে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস