Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মানচিত্রে বগা ইউনিয়ন

 

 

পটুয়াখালী জেলার বাউফল উপজেলাধীন বগা ইউনিয়ন পরিষদ অত্র জেলার বাউফল উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালন, খেলাধূলা সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি বাউফল উপজেলায় কালের স্বাক্ষী হিসাবে মাথা উচু করে দাড়িয়ে আছে। অত্র ইউনিয়নে সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তথা ২৩ টি প্রাথমিক বিদ্যালয়, ০৩ টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি কলেজ, ২টি মাদ্রাসা, ১টি কিন্ডার গার্টেন এবং ৪২টি মসজিদ, ১২টি মন্দির, সরকারী-বেসরকারী অফিস রয়েছে। সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন হিসাবে পরিচিতি লাভ করেছে।আয়াতনঃ ৪২.০০ বর্গ কিলোমিটার। মৌজা ১৩টি গ্রাম ১৩ টি লোক সংখ্যা ২০০০০ (শিক্ষার হার) ৬০% কবর স্থান - ৩০ (সরকারী) ১ টি,  ক্লাব/সমিতি ৫টি, ডাকঘর ৪ টি, বিদ্যুতায়িত গ্রাম ১০ টি, জমির পরিমাণ ৭০০০ একর, ইট খোলা ৩ টি হাট বাজার ৬টি।